‘এফআইআর করতে পারবে না থানা’, যাদবপুর কাণ্ডে হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর

হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন খারিজ করল হাইকোর্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ  দেখানোর সময় পুলিসকে বাধা দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য, বিক্ষোভ দেখানোর দিন নির্দিষ্ট কারওর বিরুদ্ধে কোনও কড়া ভাষা ব্যবহার করেননি শুভেন্দু। সাধারণ ব্যবহারই করেছিলেন। কিন্তু এধরনের পদমর্যাদার মানুষের এভাবে জনসমক্ষে কোনও মন্তব্য করা অনুচিত বলে মনে করে আদালত। তাহলে আমজনতার মনে তাঁদের সম্পর্কে বিরূপ মত তৈরি হতে পারে।   

error: Content is protected !!