অষ্টমীতে কুণালের পুজোয় হাজির রাজ্যপাল

তৃণমূল নেতা কুণাল ঘোষের পুজোতে হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করে ভ্রষ্টাচার ও হিংসা খতম করার ডাক দিলেন রাজ্যপাল। রাজ্যের ১০ কোটি বাঙালিকে রক্ষারও শপথ নেন তিনি। যদিও কুণালের দাবি, ”উনি জগৎজুড়ে হিংসা ও ভ্রষ্টাচার খতমের ডাক দিয়েছেন। উনি গাজা ভূখণ্ডে নিহত শিশুদের খতমের হিংসার কথাও বুঝিয়েছেন হয়ত। বড় বড় তৃণমূল নেতার পুজো ছেড়ে আপনার পুজোয় রাজ্যপালের অঞ্জলি কেন? কুণালের জবাব, ”উনি বাঙালি মধ্যবিত্ত পাড়ার পুজো দেখতে চেয়েছিলেন। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি এসেছেন। আর এই পুজোতে বিরোধী মমতা থেকে মুখ্যমন্ত্রী মমতা, বিমান বসু, প্রিয়রঞ্জন দাশমুন্সি সকলেই এসেছেন।”

error: Content is protected !!