
জাকুজিতে ডুবে মৃত্যু ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেতা ম্যাথু পেরির
প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেতা ম্যাথু পেরি শনিবার রাতে লস অ্যাঞ্জেলসের বাড়ির জাকুজ়ির ভিতর থেকে নিথর দেহ উদ্ধার হয় ম্যাথু পেরির। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জাকুজ়ির জলে ডুবেই ম্যাথু পেরির মৃত্যু হয়। হয়তো জলের ভিতরেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ম্যাথু। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানা গেছে। লস অ্যাঞ্জেলস পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত্যুর পিছনে মাদক বা অন্যান্য কোনও বস্তু নেই। ১৯৬৯ সালের ১৯ অগস্ট ম্যাসাচুসেটে জন্মগ্রহণ করেন ম্যাথু পেরি (Matthew Perry)। অভিনয়ের স্বপ্ন নিয়ে লস এঞ্জেলসে পাড়ি দেন ম্যাথু। এরপর ১৯৮৭ সালে ‘বয়েজ উইল বি বয়েজ’-এ প্রথম অভিনয় করার সুযোগ পান তিনি। তবে তাঁকে পরিচয় দেয় ১৯৯৪ সালের টেলিভিশন সিটকম সিরিজ ‘ফ্রেন্ডস’।নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং।