দ্বীপাবলির রাতে সুপ্রিমকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেদার ফাটালো বাজি-পটকা, দিল্লির একিউআই ৯০০ ছাড়াল

দ্বীপাবলির দিন সকালে ৮ বছরের সবথেকে দূষণমুক্ত দিন দেখেছিল দিল্লিবাসী। কিন্তু তা স্থায়ী হল না একদিনও। কালো বিষাক্ত ধোঁয়ায় ঢাকল দিল্লি। কারণ দ্বীপাবলির রাতে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেদার বাজি-পটকা ফাটানো। রবিবার সকালের একিউআই যেখানে ছিল মাত্র ২১৮। সোমবার সকালে কিছু কিছু এলাকায় সেটাই গিয়ে দাঁড়িয়েছে ৯০০তে। সকাল থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢেকেছে গোটা রাজধানী। কয়েকশো মিটারের বেশি দুরত্বে কিছুই দেখা যাচ্ছে না। ইন্ডিয়া গেট চত্বরের একিউআই ৯৯৯-এ পৌঁছে গিয়েছে। শহরের অন্যান্য এলাকাগুলিতেও ৮৫০ থেকে ৯৭০ পয়েন্টের মধ্যেই ছিল বাতাসের গুণমান।

error: Content is protected !!