সাত সকালে জয়নগরে শ্যুটআউট, খুন তৃণমূল নেতা

সাতসকালে শ্যুটআউট জয়নগরে। আজ, সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার বামনগাছি এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মৃত তৃণমূল নেতার নাম সাইফুদ্দিন লস্কর। বাড়ি থেকে বেশ কিছুটা দুরে তাঁকে খুন করা হয়। মৃত তৃণমূল নেতার নাম সাইফুদ্দিন লস্কর (৪৩)। তিনি বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং দলের অঞ্চল সভাপতি । সাইফুদ্দিনের স্ত্রী সেরিফা বিবি বামনগাছি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান । এই ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় । তৃণমূল নেতাকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকমাস ধরেই ভোরবেলা নমাজ পড়তে যেতেন সাইফুদ্দিন । সোমবার ভোরেও নমাজ পড়ার জন্য বেরিয়েছিলেন । তাঁর বাড়ির কাছেই মসজিদ । সেখানেই যাচ্ছিলেন তিনি । সেই সময় তাঁকে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ । গুলির শব্দ শুনেই এলাকার লোকজন ছুটে আসেন । তাঁরা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সাইফুদ্দিন । সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । ঘটনার খবর পেয়েই পদ্মেরহাট হাসপাতালে ছুটে আসেন স্থানীয় বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের বিধায়ক বিভাস সর্দার । তিনি বলেন, দুষ্কৃতীরা এই খুন করেছে। সাইফুদ্দিন আমাদের বামনগাছির অঞ্চল সভাপতি । ভোরবেলা নমাজ পড়তে যাচ্ছিলেন । বাড়ির সামনেই মসজিদ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ভিতরে কোনও ষড়যন্ত্র আছে কি না তা দেখছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে । এর মধ্যে একজনকে মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার উস্তি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আর অন্য একজনকে গ্রেফতার করা হয়েছে গোদাবর বাঁশতলা এলাকা থেকে । মোট চার থেকে পাঁচ জন এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে মনে হচ্ছে ।

error: Content is protected !!