২ দিনেই ১০০ কোটি আয় সলমনের ‘টাইগার থ্রি’র

বক্স অফিসে টাইগারের গর্জন। দিওয়ালিতে গোটা দেশেই মুক্তি পেয়েছে সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার থ্রি’। এই ছবিকে কেন্দ্র করে বিশেষ উন্মাদনা দেখা গিয়েছে সিনেমা প্রেমীদের মনে। গত, রবিবার মুক্তির পরেই রেকর্ড গড়ে ‘টাইগার থ্রি’। যা দ্বিতীয় দিনে আরও একধাপ এগিয়ে গিয়েছে। এক রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে মাত্র দু’দিনেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে সলমনের এই ছবি। মুক্তির প্রথম দিনে আয়ের অঙ্কটা ছিল ৪৪.৫ কোটি টাকা। দ্বিতীয় দিনে সেটি পৌঁছেছে ৫৭.৫২ কোটিতে। মোট দুদিনে আয় ১০২ কোটি টাকা। সিনেমা সমালোচকদের মতে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অর্ন্তগত এই ছবি আরও রেকর্ড গড়বে। শুধুই বক্স অফিসে নয় সলমনের ক্যারিয়ারেও একাধি রেকর্ড এনে দিতে চলেছে মণীশ শর্মা পরিচালিত ছবিটি। সলমন খান, ক্যাটরিনা কাইফ ছাড়াও টাইগার থ্রিতে অভিনয় করতে দেখা গিয়েছে ইমরান হাশমি, ঋদ্ধি ডোগরাকে। ক্যামিও করেছেন শাহরুখ খান ও হৃত্বিক রোশন।

error: Content is protected !!