
মেট্রোর কাজের জন্য আর কাটা যাবে না গাছ, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
তারাতলা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রুটে কাজ চলছে। ভিক্টোরিয়ার মতো জায়গায় মাটির নিচে হবে মেট্রো স্টেশন। কোন কোন জায়গায় স্টেশন তৈরি হবে, সে সব জায়গা চিহ্নিতকরণের কাজ শেষ করে ফেলেছে রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL। কিন্তু মেট্রো সম্প্রসারণের কাজের জন্য ময়দান চত্বরে বেশ কয়েকটি গাছ কাটা দরকার। সংখ্যাটা প্রায় ৭০০। তাতেই আপত্তি এক স্বেচ্ছাসেবী সংগঠনের। তারাই হাই কোর্টের দ্বারস্থ হয়। মামলাকারীরা অভিযোগ করেন, কলকাতা মেট্রো রেলের কাছে ময়দান চত্বরে গাছ কাটার অনুমতি নেই। প্রায় ৭০০ গাছ কাটার কথা শুনে আগেই উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। শুক্রবার এই মামলার শুনানিতে বনদপ্তর ও রাজ্যকে মামলায় সংযুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। RVNL, সেনাবাহিনী, রাজ্যের মুখ্যসচিব, কলকাতা পুরসভা, কেন্দ্রীয় বনমন্ত্রক, রাজ্যের বনদপ্তরকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।