আজ সন্ধ্যা থেকেই বন্ধ হয়ে যাচ্ছে বদ্রিনাথের মন্দির

আজ, শনিবার সন্ধ্যা থেকেই বন্ধ হয়ে যাচ্ছে উত্তরাখণ্ডের বদ্রিনাথের মন্দির। শীতের মরসুমে প্রতিবারই বন্ধ রাখা হয় কেদার-বদ্রিনাথের দরজা। এই শীতের সময় প্রবল তুষারপাত, অসহনীয় ঠান্ডা, প্রকৃতি বিরুপ থাকায় মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। বাইরে থেকে সেখানে যাওয়ায় অসম্ভব হয়। শীত মিটলে ফের খোলে কেদার-বদ্রির মহামন্দিরের দরজা। শীতে বন্ধের আগে আজ, শনিবার সাধারাণ মানুষের জন্য পুজোর শেষ সুযোগে ভক্তদের ঢল নামল।

error: Content is protected !!