প্রয়াত পরিচালক সঞ্জয় গাদভি

প্রয়াত হলেন পরিচালক সঞ্জয় গাদভি। জানা গিয়েছে, হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। সকাল ৮টা ৪৫মিনিট নাগাদ তিনি মারা যান। সঞ্জয় ‘ধুম’ এবং ‘ধুম ২’ পরিচালনার জন্য খ্যাত। দুটি ছবির মুখ্য চরিত্রে ছিলেন জন আব্রাহাম, হৃত্বিক রোশন এবং অভিষেক বচ্চন। এবং দুটিই ছবিটি বক্স অফিসে সফলতা পায়। পরিচালকের বয়স ছিল ৫৬ এবং তিন দিন পরে ২২ নভেম্বর ৫৭ বছরে পা রাখতেন তিনি।  সঞ্জয় ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ এবং ইমরান খান অভিনীত ‘কিডন্যাপ’-এর পরিচালকও।  ২০১২ সালে, তিনি ‘আজব গজব লাভ’ এবং ২০২০ সালে ‘অপারেশন পারিন্দে’ পরিচালনা করেন। সঞ্জয় ২০০০ সালে ‘তেরে লিয়ে’ দিয়ে তার পরিচালনার যাত্রা শুরু করেন। আগে এই ছবির নাম ছিল  ‘তু হি বাতা’, ছবির প্রধাণ চরিত্রে ছিলেন অর্জুন রামপাল এবং রাভিনা ট্যান্ডন। তবে কম বাজেটের কারণে ছবিটির কাজ আটকে যায়। এরপর ২০০৪ সালে অ্যাকশন থ্রিলার ছবি ‘ধুম’ পরিচালনা করার সময় তিনি নজর কেড়েছিলেন।

error: Content is protected !!