আনন্দপুরের বাল্মীকি আবাসনে পক্ষাঘাতে আক্রান্ত স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী!

আনন্দপুরের বাল্মীকি আবাসন। দম্পতির রহস্যমৃত্যুর ঘটনায় জোর চাঞ্চল্য। গতকাল রাতে পুলিশ খবর পায়, এক ব্যক্তি ঝাঁপ দিয়েছেন। পুলিস তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, তাঁর মৃত্যু হয়। পরে ফ্ল্যাটে এসে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রীর দেহ। গলায় আঘাতের চিহ্ন।  তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, দম্পতির দুই মেয়ে। দুজনেই বিবাহিতা। এখন ১০ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী। স্বামী দেখভাল করতেন। কিছুদিন আগে ভদ্রলোকও অসুস্থ হয়ে পড়েন।  এক মেয়ে চিকিৎসকের কাছে নিয়ে যান। জানা যায়, ওনার হার্টে ব্লকেজ রয়েছে। আজ একটি হাসপাতালেন ইমার্জেন্সিতে দেখানোর কথা ছিল। পুলিসের অনুমান, দীর্ঘদিন ধরে স্ত্রী অসুস্থ। তার উপর নিজের হার্টের সমস্যা। আর্থিক অবস্থাও ভালো নয়। এইসব কারণেই স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন তিনি।

error: Content is protected !!