জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল

এসএসকেএম হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিক ৷ আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷ এ দিকে, আজ সকালে এসএসকেএম-এ যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুই আধিকারিক ৷ তাঁরা প্রাক্তন খাদ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে খবর নিতেই হাসপাতালে গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এসএসকেএম হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের 5 নম্বর কেবিন এই মুহূর্তে তাঁর ঠিকানা । মোট চারজন চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি রয়েছেন । এর মধ্যে দুজন নিউরো মেডিসিন এবং দুজন জেনারেল মেডিসিন চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণ করছেন । সকালবেলায় চিকিৎসক অলক রায় এবং চিকিৎসক অলক পণ্ডিত ছাড়াও আরও দুজন চিকিৎসক তাঁকে পরীক্ষা করেছেন । তাঁর স্বাস্থ্য পরীক্ষা এখনও চলছে । রাতে হাসপাতালে আসার পর প্রথমেই তাঁর ইসিজি হয় । পরে কিছু রক্ত পরীক্ষা করা হয় । যেহেতু তাঁর হৃদস্পন্দন কম ছিল তাই হলটার মনিটর লাগিয়ে পরীক্ষা চলছে । রাতের তুলনায় পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে । গতকাল তাঁকে যে কেবিনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে, সেই কেবিনে কোনও এসি নেই । এসি না থাকার জন্য তাঁর যে অসুবিধা হচ্ছে, সে কথাও তিনি চিকিৎসকদের জানিয়েছেন বলেই সূত্রের খবর । সামগ্রিকভাবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে । ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা তাঁর করা হয়েছে । আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে । সেই রিপোর্ট হাতে পেলেই হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে আদৌ তাঁর জন্য কোনও মেডিক্যাল বোর্ড গঠন করার প্রয়োজন আছে কি না ।এ দিকে, জানা গিয়েছে, বুধবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেদের একটি গাড়িতে করে দুজন আধিকারিক এসএসকেএম হাসপাতালে এসেছেন । সংবাদমাধ্যমের সঙ্গে তাঁরা কোনওভাবে কোনও কথা না বললেও জানা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের হাসপাতালে ভর্তির বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন তাঁরা । মোটের উপর এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক স্থিতিশীল । পরবর্তী পরীক্ষার রিপোর্ট হাতে এলেই তাঁর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা । আদৌ মেডিক্যাল বোর্ড গঠন করা হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে তখনই ।

error: Content is protected !!