বল ভেবে খেলতে গিয়ে মুর্শিদাবাদে বোমা ফেটে জখম ৩ শিশু

মুর্শিদাবাদের ফরাক্কায় আইসিডিএস কেন্দ্রের বাইরেই বোমা ফেটে জখম হল তিন শিশু। আজ, বুধবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শঙ্করপুর শিশু শিক্ষা কেন্দ্রের কাছে একটি বাড়ির সামনে পড়েছিল ওই বোমা। খেলার বল মনে করে বোমায় লাথি মারে এক শিশু। যার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ দিকে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ছুটে আসেন রান্নার কাজ করা রাঁধুনিরা। গ্রামবাসীদের সহায়তায় তিনটি শিশুকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে অকুস্থলে চলে আসে পুলিশও। এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। স্থানীয়রা ওই জখম শিশুদের উদ্ধার করে ফরাক্কার বেনিয়াগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

error: Content is protected !!