চোখের সমস্যা, নেতাজি ইন্ডোরে মেগা বৈঠকে থাকছেন না অভিষেক

বাণিজ্য সম্মেলনের আগেই নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকের ঘোষণা করেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজকের এই মেগা বৈঠকে থাকছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। তাই সশরীরে সভায় উপস্থিত থাকতে পারছেন না। তবে ভার্চুয়ালি তিনি বৈঠকে উপস্থিত থাকবেন।পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন। কেন্দ্রীয় বঞ্চনাকে মূল ইস্যু করে নির্বাচনে লড়াইয়ের গতিপ্রকৃতি নিয়ে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সাংসদ, বিধায়ক, সহ সমস্ত নেতাদের আজ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে।

error: Content is protected !!