মুর্শিদাবাদে ঋণের টাকা ফেরত চাইতেই গিয়ে খুন বেসরকারি সংস্থার ফিল্ড অফিসার

ঋণের টাকা আদায় করতে গিয়ে খুন বেসরকারি সংস্থার ফিল্ড অফিসার। অভিযোগ, ঋণগ্রহীতার স্বামী কুপিয়ে খুন করেছেন। সোমবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছেন মুর্শিদাবাদের বেলডাঙা এলাকা। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।  জানা গিয়েছে, মৃতের নাম জাহাঙ্গীর আলম। বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায়। তিনি বেসরকারি ঋণদান সংস্থার ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার নপুকুরিয়া এলাকায়। জানা গিয়েছে, সোমবার বেলডাঙা থানার সারগাছি ব্রাঞ্চ থেকে তিনজন মহিলা এবং তিনজন পুরুষকর্মী গ্রামে ঋণের টাকা আদায় করতে গিয়েছিলেন। অভিযোগ, এক মহিলা টাকা দিতে অস্বীকার করায় তর্কাতর্কি শুরু হয়। মাত্র ২ হাজার ৫০০ টাকা আদায় না করতে পেরে অফিসের দিকে রওনা দেন ওই ৬ কর্মী। অভিযোগ, সেই সময় ঋণগ্রহীতার স্বামী পিছন থেকে কুপিয়ে দেয় জাহাঙ্গীরকে। অন্যান্য কর্মীরা বিষয়টি দেখে চিৎকার শুরু করে। তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

error: Content is protected !!