মোদিকে ‘অক্সিজেন’ না ‘কার্বন-ডাই-অক্সাইড’ দেবে, ঠিক করবে মানুষঃ অভিষেক

সম্প্রতি চোখের চিকিৎসার জন্য হায়দরাবাদে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় ফিরে বিমানবন্দরের সংবাদমাধ্যমের মুখোমুখি হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।   দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একাধিক বিষয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও অভিষেক দাবি করেছেন, “এই জয় লোকসভা ভোটের আগে মোদিকে অক্সিজেন দেবে না কার্বন-ডাই-অক্সাইড দেবে তা মানুষ ঠিক করবে। ২০১৮ সালে যখন রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগঢ় বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতেছিল, তখন বিজেপি দাবি করেছিল যে এই নির্বাচনের কোনও প্রভাব ২০১৯-এর সাধারণ নির্বাচন অর্থাৎ লোকসভা ভোটে পড়বে না। এখন তাদর যুক্তি ধরলে, ২০২৩-এর এই ৫ রাজ্যের নির্বাচন, ২০২৪-এ পড়বে না। তবে আমাদের হাতে সময় অত্যন্ত কম। তাই সময় অপচয় না করে সবার একসঙ্গে কাজ করা উচিত।” পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আরও দাবি করেন,”৫ রাজ্যের নির্বাচনের ফল এরাজ্যে পড়বে না।” তিনি এও বলেন, আর যারা এই নির্বাচনে পরাজিত হয়েছে, তাদেরকে বলব যে, তাদের ভুল-ত্রুটি সংশোধন করে, কী কারণে পরাজিত হয়েছে, তা বিশ্লেষণ বা পর্যালোচনা করে যাতে ভুলগুলোর পুনরাবৃত্তি আর আগামীদিনে না ঘটে, যাতে তারাও মানুষের স্বার্থে গঠনমূলকভাবে বিরোধীপক্ষে থেকে কাজ করতে পারে, এটাই অনুরোধ করব। যারা জিতেছে তাদের সবাইকে শুভেচ্ছা। আর যারা পরাজিত হয়েছে, তারাও ভুল ত্রুটি শুধরে নিজেদেরকে আরও শক্তিশালী করুক, মানুষের স্বার্থে কাজ করুক।”অভিষেক বলেন, “যারা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করে, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। ২ মাস আগে রামমন্দির উদ্বোধন করে বা রামমন্দিরকে ঢাল করে যারা ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাইছে, সেই রাজনীতি দীর্ঘমেয়াদি হয় না। মানুষ সেটা জানে। উন্নয়নের উপর ভর না করে, গঠনমূলক আলোচনা বা মানুষে সার্বিক উন্নতির কথা না ভেবে, যারা ধর্মের উপর ভর করে রাজনীতি করতে চায়, তাদের রাজনৈতিক পতন সময়ের অপেক্ষা। সেটা ১ বছরে হবে না ৬ মাসে হবে না ৫ বছরে হবে, সেটা মানুষ সিদ্ধান্ত নেবে।”

error: Content is protected !!