প্রশীক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান। ঘটনাটি ঘটেছে আজ, তেলেঙ্গানার মেদাক জেলার তুপরানে। দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা দুজনেরই মৃত্যু হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে একজন বায়ুসেনার পাইলট ও অপরজন ক্যাডেট বলে জানা গিয়েছে।
#WATCH | A Pilatus PC 7 Mk II aircraft met with an accident today morning during a routine training sortie from AFA, Hyderabad. Both pilots onboard the aircraft sustained fatal injuries. No damage to any civil life or property has been reported: Indian Air Force officials https://t.co/EbRlfdILfgpic.twitter.com/Eu65ldloo6