মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন স্বয়ং রাহুল গান্ধি, বৈঠক নিয়ে মিটল জটিলতা

 তেইশের বিধানসভা নির্বাচনে মূল ৩ রাজ্যেই ভরাডুবি হয়েছে কংগ্রেসের৷ আর ফল ঘোষণার পরেই কংগ্রেসের সমালোচনায় মুখ মুখতে দেখা গিয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এমনকি, বুধবারের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকেও যোগ দিতে পারবেন না বলে জানিয়েছিলেন তৃণমূলনেত্রী৷ এরপরেই রাজনৈতিক মহলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে কি এবার আলগা হতে শুরু করল ‘ইন্ডিয়া’ জোটের বাঁধন? বুধবার অবশ্য মমতার মন্তব্য কিছুটা হলেও স্তিমিত হল সেই জল্পনা৷ বুধবারই উত্তরবঙ্গ সফরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিমানে ওঠার আগে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন মমতা৷ সেখানেই তিনি বলেন, ‘‘গত পরশু দিন (সোমবার) রাহুল গান্ধিজি আমায় ফোন করেছিলেন। আমি তাঁকে বললাম, আমাকে তো বৈঠকের বিষয়ে কেউ কিছু বলেননি আগে থেকে। আমি কিছু জানতামই না। যেহেতু আগে থেকে বিষয়টি জানতাম না তাই আমার বিভিন্ন সূচি আগে থেকেই নির্ধারিত করা ছিল।’’ এরপরে মমতা বলেন, ‘‘অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ব্যস্ত থাকেন। কোনও বৈঠকের বিষয়ে সাত থেকে দশ দিন আগে না জানলে তাঁদের জন্যও বৈঠকে হাজির হওয়াটা সমস্যাজনক হয়ে যায়। তবে যেদিন দিন নির্ধারিত করা হবে আমরা সেই দিন দেখা করব।’’ অর্থাৎ, ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হলে তিনি উপস্থিত থাকতে পারেন, সেই ইঙ্গিত দেন তৃণমূলনেত্রী।

error: Content is protected !!