তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেবন্ত রেড্ডি

তেলেঙ্গানার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন রেবন্ত রেড্ডি। বৃহস্পতিবার হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের জমায়েতের সামনে শপথ নেন রেবন্ত। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এদিন রেবন্তের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ভাট্টি বিক্রমার্ক। তিনিও রেবন্তের পাশাপাশি মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দলের প্রদেশ সভাপতির উপরই আস্থা রাখেন। সেই সঙ্গে মোট ১১ জন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এদের মধ্যে নরেশ উত্তম রেড্ডি-সহ তেলেঙ্গানা কংগ্রেসের প্রায় সব শীর্ষনেতার নামই রয়েছে। 

error: Content is protected !!