গুজরাতের রেস্তোরায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ল গাড়ি, আহত ৩

রেস্তোরায় খাবারের হল যখন পরিপূর্ণ, সেই  সময় সেখানে হঠাৎ একটি গাড়ি ঢুকে পড়ে। গাড়িটি যখন হুড়মুড়িয়ে হোটেলের খাবার হলে প্রবেশ করে, সেই সময় সেখানকার লোকজন ভয় পেয়ে উঠে যান। সেই সঙ্গে কী হল কিছু বঝতে না পেরে, অনেকে ভয়ে সেখান থেকে পালিয়ে যান। হঠাৎ করে হোটেলের খাবারের হলে গাড়িটি কীভাবে প্রবেশ করে,তা নিয়ে অনেকে অবাক হয়ে যান। গুজরাতের নভসারিতে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। সেই সঙ্গে হোটেলের খাবারের হলে গাড়ি প্রবেশের সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। জানা যায়, গুজরাতের ওই দুঘর্টনার জেরে ৩ জন আহত হন।

error: Content is protected !!