কয়লা পাচারকাণ্ডে প্রাক্তন সিআইএসএফ কর্তার বাড়ি সহ ১৩ জায়গায় সিবিআই হানা

বুধবার থেকে শুরু হয়েছে বার্নপুরে ব্যবসায়ীদের বাড়িতে আয়কর হানা। সেই অভিযান এখনও অব্যহত। তার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার ভবানীপুর, পশ্চিম বর্ধমানের আসানসোলসহ মোট ১২টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। বেআইনি কয়লা কারবারে যুক্ত থাকার অভিযোগে এই অভিযান। প্রাক্তন সিআইএসএফ কর্তা শ্যামল সিংহ রায় ও ব্যবসায়ী স্নেহাশিস তালুকদার এই দুজনের বাড়িতে সিবিআই অভিযান হয়। তাঁদেরকে জিজ্ঞাদাবাদ হয়। ওই সিআইএসএফ কর্তার বিশাল অট্টালিকার মত বাড়ি দেখে হতবাক সিবিআই আধিকারিকরাও।কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ এই দু’জন। সূত্রের খবর, স্নেহাশিস তালুকদার কয়লা কারবারে মধ্যস্থতাকারীর কাজ করতেন। ইসিএল কর্তাদের বা সুরক্ষা বাহিনীকে মধ্যস্থতা করাতেন মোটা টাকার বিনিময়ে। বুধবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে সিবিআই আধিকারিকরা রাজ্য ১৩ টি জায়গায় সার্চ ওয়ারেন্টের অনুমতি নিয়ে যায়। তার প্রেক্ষিতেই শুরু হয়েছে কলকাতা, দুর্গাপুর ও মালদাতে এই দুজনের বাড়িতে সিবিআইয়ের এই অভিযান। 

error: Content is protected !!