এসএসকেএম হাসপাতালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে সিসিটিভিতে আপত্তি হাইকোর্টের

এসএসকেএম হাসপাতালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে সিসিটিভি বসানো নিয়ে আপত্তি তুলল কলকাতা হাইকোর্ট । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বৃহস্পতিবার বলেন, এতে ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকার খর্ব হয়। তাঁর প্রস্তাব, প্রয়োজনে সিআরপি বা সিআইএসএফের মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক বনমন্ত্রীর ঘরের সামনে। ইডিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামিকাল পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি। ইডির আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, এসএসকেএম হাসপাতালের উপর আমাদের ভরসা নেই। অভিযুক্ত পালিয়ে যেতে পারেন। বিচারপতি বলেন, সেই জন্যই তো কেন্দ্রীয় বাহিনী রাখার কথা বলছি। কারা মন্ত্রীর ঘরে আসা-যাওয়া করছেন, তা নজরে রাখতে রেজিস্টার চালু করা যেতে পারে। এদিন ইডির আইনজীবী এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিক্যাল রিপোর্ট আমাদের হাতে দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। নিম্ন আদালতের নির্দেশে বালুর ঘরে সিসিটিভি বসানো হয়েছিল। তার বিরুদ্ধে বুধবারই বালুর আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি ঘোষ সিসিটিভি বসানোয় আপত্তি জানান।

error: Content is protected !!