সব ঠিক থাকলে সোমবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পাবেন শ্রেয়স

সব ঠিক থাকলে সোমবার রাতে ছাড়া পেতে পারেন শ্রেয়স তলপাড়ে। এমনটাই জানিয়েছেন তাঁর পরিবার। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে আন্ধেরির এক প্রথম সারির হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। অ্যাঞ্জিওপ্লাস্টি  হয় তাঁর। চিকিৎসকের দল শনিবার জানান, অবস্থার উন্নতি হচ্ছে শ্রেয়সের। তাঁর স্ত্রী দীপ্তি জানান, চোখ মেলে চেয়েছেন। সবাইকে চিনতে পেরেছেন অভিনেতা। হেসেছেন পরিচিতদের দেখে। তবে সোমবারের ছুটির কথা আনুষ্ঠানিক ভাবে চিকিৎসকেরা জানাবেন রবিবার রাতে। শনিবার শ্রেয়সের স্ত্রী দীপ্তি জানান, ভাল আছেন অভিনেতা। তিনি চোখ খুলে তাকিয়েছেন। পরিবারের সবাই তাঁকে ঘিরে রয়েছেন। সবাইকে চিনতেও পেরেছেন। হেসেছেন পরিবারের সবাইকে দেখে। পরে সামাজিক মাধ্যমে তিনি বলিউড এবং অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানান। বিপদের দিনে তাঁদের পাশে থাকার জন্য। মাত্র ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত শ্রেয়স। বৃহস্পতিবার সন্ধেয় হৃদরোগে আক্রান্ত হন তিনি। শুক্রবার মুম্বইয়ের আন্ধেরির বেলভিউ হাসপাতালে এনজিওপ্লাস্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার ১০টায় অ্যাঞ্জিওপ্লাস্টি হয় অভিনেতার। অবস্থা স্থিতিশীল।

error: Content is protected !!