দিল্লিতে মেট্রো স্টেশনে দুর্ঘটনা, দরজায় শাড়ি আটকে লাইনে পড়ে মৃত্যু মহিলার

দিল্লির মেট্রো স্টেশনে দুর্ঘটনায় মৃত্যু ৩৫ বছর বয়সি এক মহিলার। দিল্লি পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। নাঙ্গলোই থেকে মোহন নগরেরদিকে যাচ্ছিলেন মহিলা। মাঝে ইন্দ্রলোক স্টেশনে নেমে ট্রেন বদল করার সময় এই দুর্ঘটনা ঘটে। মেট্রোর দরজায় মহিলার শাড়ি আটকে যায়। ওই অবস্থায় মেট্রো চলতে শুরু করে। পা হড়কে লাইনে পড়ে যান মহিলা। সেই সময়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন শনিবার হাসপাতালে প্রাণ হারান মহিলা। পরিবার সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে মহিলার স্বামী মারা যান। এক ছেলে ও মেয়ে রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া পরিবারে। এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করেনি পুলিশ। দুর্ঘটনার বিয়ষটি খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।

error: Content is protected !!