লিবিয়া উপকূলে শরণার্থী বোঝাই নৌকা ডুবে মৃত ৬১

লিবিয়া উপকুলে ‘মর্মান্তিক’ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিলা ও শিশুসহ অন্তত ৬১ জন শরণার্থী ও আশ্রয়প্রার্থী প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে।সংস্থাটির লিবিয়া অফিস জীবিতদের বয়ান উদ্ধৃত করে জানায়, নৌকাটিতে প্রায় ৮৬ জন যাত্রী ছিলেন। আইওএমের লিবিয়া কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারা থেকে নৌকাটি ছেড়ে যাওয়ার পর প্রবল ঢেউয়ের আঘাতে ডুবে যায়।এতে ‘বিপুল সংখ্যক শরণার্থী’ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ইতালি হয়ে ইউরোপে পৌঁছনোর আশায় বিপজ্জনক সমুদ্র যাত্রার ঝুঁকি নেন আশ্রয়প্রার্থীরা। এক্ষেত্রে তাঁদের প্রধান প্রস্থান পয়েন্ট লিবিয়া এবং তিউনিসিয়া।আইওএম অফিস জানিয়েছে, সর্বশেষ ঘটনায় নিহতদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক এবং প্রায় ২৫ জনকে উদ্ধার করে লিবিয়ার ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

error: Content is protected !!