বারুইপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন

বাড়ি ফেরার পথে কুপিয়ে খুন তৃণমূল কর্মী। গতকাল রাতে বারুইপুরের বলবনে কুপিয়ে খুন করা হয় পেশায় গাড়ি চালক সাইদুল সেখকে। গতকাল রাতে বাড়ি ফেরার পথে তাকে ঘিরে ধরে ৭-৮ জন। গুরুতর জখম অবস্থায় সাইদুলকে নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। রবিবার ভোরে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সাগির, আজিজুল, সাদ্দাম-সহ বেশ কয়েকজন ধারাল অস্ত্র দিয়ে সাইদুলকে খুন করে। জমিজমা নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল। এখনওপর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে আসেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্য়মে তিনি তিনি বলেন, পুলিশ ও প্রশাসনকে বলে যাচ্ছি এখানে কেউ যেন কোনও গোলমাল করতে না পারে। যারা গন্ডগোল করতে আসবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কাউকে রেয়াত করা হবে না। স্থানীয় এক তৃণমূল কর্মীর অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে বাম-বিজেপি নির্দল প্রার্থী দিতে জেতার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। তার পর থেকেই ওরা ছক কষছিল ওকে মেরে ফেরার। গতকাল সন্ধেয় ওকে মাঠের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়।

error: Content is protected !!