১১৬ রানে বান্ডিল দক্ষিণ আফ্রিকান, ৮ উইকেটে জয়ী ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আর ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে।ইনিংস শুরু হতে না হতেই ক্ষুধার্ত সিংহের মতো স্বাগতিকদের ওপর ঝাঁপিয়ে পড়েন ভারতীয় পেসাররা। আরশদীপ সিং এবং আভেশ খান প্রোটিয়া ব্যাটারদের নাজেহাল করে দেন। আরশদীপ পান ৫ উইকেট, আবেশ চারটি। মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সাতজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটসম্যান শূন্য রানে উইকেট হারান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে ৫ উইকেট নেওয়া প্রথম পেসার আরশদীপ সিং। ফ্যালকাওর ৩৩ রান দক্ষিণ আফ্রিকার সম্মান বাঁচায়। শেষমেশ ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় তারা। শ্রেয়াস আইয়ার এবং সাই সুদর্শন দুরন্ত ব্যাটিং করেন এদিন।সাই সুদর্শন ৪৩ বলে ৯টি চারের সাহায্যে ৫৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। অপর প্রান্তে শ্রেয়াস আইয়ারও খেলেন ৫২ রানের দুর্দান্ত ইনিংস। দুই ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া।

error: Content is protected !!