
গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী তনুজা
গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। বয়সজনিত কারণে স্বাস্থ্যের অবনতি ঘটেছে ৮০ বছরের অভিনেত্রীর। তবে এই মূহুর্তে তাঁর স্বাস্থ্য নিয়ে সকলেই বেশ চিন্তিত। রবিবার মুম্বই জুহুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বর্তমানে তিনি আইসিইউ-তে ভর্তি আছে বলে জানতে পারা যাচ্ছে। পাঁচের দশকের জনপ্রিয় অভিনেত্রী শোভনা সমর্থের দুই কন্যা নূতন এবং তনুজা। মায়ের মতো তাঁরাও অভিনয়ে আসেন। ছ’য়ের দশকে নূতন ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। দেবানন্দ থেকে দিলীপকুমার হয়ে অমিতাভ বচ্চন- সবার সঙ্গে সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। তনুজাও একই ভাবে ছবির দুনিয়ায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। হিন্দির পাশাপাশি বাংলা ছবিতেও একের পর এক হিট ছবি উপহার দেন। উত্তমকুমারের সঙ্গে তাঁর ‘দেয়ানেয়া’, ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘রাজকুমারী’ কালজয়ী। ছবির প্রত্যেকটি গান আজও সঙ্গীতপ্রেমীদের প্রিয়। এছাড়াও তিনি অভিনয় করেন‘আদালত ও একটি মেয়ে’, ‘তিন ভুবনের পারে’, ‘প্রথম কদম ফুল’, ‘পিতাপুত্র’, ‘লাল কুঠী’তে। তনুজার শেষ কাজ পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘সোনার পাহাড়’। ১৯৪৩-এর ২৩ সেপ্টেম্বর মুম্বইয়ে মহারাষ্ট্রীয় পরিবারে জন্মগ্রহণ তনুজার। চলতি বছরের সেপ্টেম্বরে তিনি ৮০ বছরে পা দিয়েছেন। সাল ১৯৫০-এ শিশুশিল্পী হিসেবে ‘হামারি বেটি’ ছবিতে আত্মপ্রকাশ। দেবানন্দ, রাজেশ খান্না, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন-সহ হিন্দি ছবির দুনিয়ার প্রথম সারির সমস্ত তারকাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ঝুলিতে ‘জুয়েল থিফ’, ‘হাতি মেরে সাথী’, ‘খুদ্দার’-এর মতো অসংখ্য ছবি। কাজলের সঙ্গে বিয়ের সূত্রে প্রযোজক-অভিনেতা অজয় দেবগন তাঁর জামাই। ১৯৭৩ সালে প্রযোজক শশধর মুখোপাধ্যায়ের ছেলে সোমু মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তনুজা। অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন বলিউড। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।