
অতি ভারী বৃষ্টির জেরে তামিলনাড়ুতে বন্ধ স্কুল-কলেজ, বাতিল ট্রেন-বিমান
ঘূর্ণিঝড় মিগজাউম বিদায় নিলেও, বৃষ্টি ছাড়ছে না তামিলনাড়ুকে। রবিবার থেকে দক্ষিণ তামিলনাড়ুর তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় অতি ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। বৃষ্টিতে ব্যাহত প্রায় গোটা রাজ্যের স্বাভাবিক জীবনযাপন। কতটা বৃষ্টি হয়েছে? এর জন্য একটা উদাহরণই যথেষ্ট। তুতিকোরিন জেলার তিরুচেন্দুরে মাত্র ১৫ ঘন্টায় ৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিরুনেলভেলি জেলার পালায়ামকোট্টাইয়ে ২৬০ মিলিমিটার, কন্যাকুমারীতে ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকালেও মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। এর জন্য, ক্ষতিগ্রস্ত ওইচার জেলায় এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, ব্যাঙ্ক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে।