গুরুতর অসুস্থ হয়ে করাচির হাসপাতালে দাউদ ইব্রাহিম, বিষ খাওয়ানোর অভিযোগ!

বিষ দেওয়া হয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে? এমনই বিস্ফোরক খবর এসে পৌঁছেছে বিভিন্ন মাধ্যম থেকে ৷ রবিবার রাত থেকেই এমনই জল্পনা ছড়িয়েছে। যত সময় যাচ্ছে, তত সেই জল্পনার মাত্রা আরও বাড়ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, গুরুতর অসুস্থ অবস্থায় করাচির হাসপাতালে চিকিৎসাধীন দাউদ ইব্রাহিম ৷ পাকিস্তানের যে হাসপাতালে দাউদকে রাখা হয়েছে, সেখানে একেবারে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সেখানে শুধুমাত্র চিকিৎসক এবং পরিবারের সদস্যদের যাওয়ার অনুমতি আছে। যদিও সেই বিষয়টি নিয়ে সরকারিভাবে পাকিস্তানের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত দাউদ সংক্রান্ত কোনও তথ্য জানায়নি ইসলামাবাদ। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি ভারত সরকারও। তাতে অবশ্য জল্পনা থামছে না। 

error: Content is protected !!