ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন, রিখটার স্কেলে ৬.২, মৃত ১১৬, আহত ৪০০

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২।  হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িঘর। প্রকৃতির এই ভয়ানক রোষে এখনও পর্যন্ত অন্তত ১১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ৪০০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, গানসু প্রদেশের রাজধানী লানঝাউ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল  ভূমিকম্পের উপকেন্দ্র। যা কিনা গানসু ও কিউইনঘাই প্রদেশের মধ্যে সীমান্ত এলাকায় অবস্থিত হায়ডং শহরের কাছাকাছি অবস্থিত। প্রাথমিক জোরালো কম্পনের পর বেশ কয়েকবার আফটার শকও অনুভূত হয়। এরপরই আবার জোরালো ভূমিকম্প হয় চিনের উত্তর-পশ্চিমে জিনজিয়াং অঞ্চলে। রিখটার স্কেলে এর তীব্রতা রেকর্ড হয়েছে ৫.৫। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত চিন। ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকা । বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলের পাইপ ফেটে গিয়েছে। এহেন বিপর্যয়ের মোকাবিলায় সমস্ত শক্তি নিয়োগ করার বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বিপর্যস্ত গানসু এবং কিংহাই প্রদেশের আধিকারিকদের ক্ষতিগ্রস্থ এলাকায় পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উদ্ধারকাজে কোনও ত্রুটি যেন না থাকে তা নিশ্চিত করার কথাও বলেছেন শি। একইভাবে আহতদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন চিনের প্রিমিয়ার লি কিয়াং।  

error: Content is protected !!