
হাওড়ার পাঁচলায় পেপার মিলে আগুন
মঙ্গলবার ভোর চারটে নাগাদ হাওড়ার পাঁচলায় ধামসিয়ার কাছে পেপারে মিলে আগুন লাগে। যা দেখতে পান কারখানার কর্মীরাই। প্রাথমিকভাবে কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। মুহূর্তে আগুন ভয়াবহ রূপ নেয়। পরে দমকলে খবর দেওয়া হলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকলের কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে ওই পেপারি মিলে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে।