সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা!

আপাতত আকাশ পরিস্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষশেষে বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘূর্ণাবত। উইকেন্ডে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। শহরে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। শীতের লম্বা স্পেল শুক্রবার পর্যন্ত। আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ।উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন। শুক্রবারের পর বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে উত্তর-পশ্চিম মধ্য ও পূর্ব ভারতের তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর, পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

error: Content is protected !!