রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই ইডির সমন, বললেন কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলায় আজ, বৃহস্পতিবার হাজিরা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল ইডি। যদিও সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। আর এই সমনের বিরুদ্ধে গর্জে উঠেছেন আপ প্রধান। কেজরিওয়াল বলেছেন, ‘গতবারের মতো ইডির এবারের সমনও অবৈধ। ইডির উচিত এই সমন তুলে নেওয়া কারণ এটি রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে। আমি সৎ এবং স্বচ্ছ জীবন যাপন করি। কোনও কিছুই লুকিয়ে রাখি না।’ আবগারি মামলায় এর আগে জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে গত ২ নভেম্বর ডেকে পাঠায় ইডি। কিন্তু মধ্যপ্রদেশে ভোটপ্রচারের কথা জানিয়ে সেই সমনও এড়িয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!