মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই চাকরি প্রার্থীদের বিক্ষোভ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ দেখালেন কিছু সরকারি চাকরি প্রার্থীরা। শুক্রবার সকালে হঠাৎ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সমানে পৌঁছে যান কিছু চাকরি প্রার্থী। সেখানেই প্রতিবাদ দেখাতে শুরু করেন তাঁরা। পরে পুলিশ আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার হাজরা মোড়ে সরকারি চাকরি প্রার্থীদের একটি আন্দোলন চলছে। সেখান থেকে কিছু মহিলা সরকারি চাকরি প্রার্থী হঠাৎ করেই কালীঘাটের দিকে অগ্রসর হন। পুরো বিষয়টি নিয়ে হতচকিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে কর্তব্যরত পুলিশ কর্মীরা। কয়েকজন মহিলা চাকরি প্রার্থী বাড়ির কাছাকাছি চলে যাওয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশ সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের আটকে দেয়। তাঁদেরকে সেখান থেকে সঙ্গে সঙ্গে প্রিজন ভ্যানে তোলা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামাল দেয় কর্তব্যরত পুলিশ কর্মীরা। তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার চাকরি প্রার্থীরা কালীঘাটে গিয়ে বিক্ষোভ দেখান।

error: Content is protected !!