গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উস্তাদ রাশিদ খান

 গুরুতর অসুস্থ উস্তাদ রাশিদ খান। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। এমনিতেই প্রস্টেট ক্যানসারে আক্রান্ত তিনি। তার চিকিৎসাও চলছিল। শোনা যাচ্ছে, এরই মধ্যেই শুক্রবার আবার ব্রেন স্ট্রোক হয় তাঁর। তাতেই পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শিল্পীর চিকিৎসা চলছে বলেই খবর। হাসপাতালে ভর্তি হওয়ার সময় শিল্পীর একবার স্ট্রোক হয়েছিল। তার পর শুক্রবার আবারও হ্যামারেজিক স্ট্রোক হয়। অর্থাৎ তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরিস্থিতি এমন যে ৫৫ বছরের শিল্পীর অস্ত্রোপচার করাও সম্ভব নয়। আপাতত ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে শিল্পীকে। আলাদা মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। 

error: Content is protected !!