
দ্বিতীয় বিয়ে করলেন আরবাজ খান
প্রেম পেল পরিণতি ৷ রবিবারই বোন অর্পিতার বাড়িতে পরিবার ও প্রিয়জনদের সাক্ষী রেখে নিকাহ সারলেন আরবাজ খান ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন খুশির খবর ৷ মালাইকার সঙ্গে বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, এরই মাঝে আরবাজ যে কখন সুরায় মুগ্ধ ছিলেন, তা টের পাননি অনেকেই। তবে প্রেম চলেছে চুপিসারেই। তারপর জর্জিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে মেকআপ শিল্পী সুরা খানের সঙ্গেই বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন সলমনের ভাই। রবিবার ২৪ ডিসেম্বর অবশেষে নিকাহও সেরে ফেললেন আরবাজ ও সুরা। তবে ৫৬ বছর বয়সে এসে আবারও সুরা খানের সঙ্গে নতুন করে ঘর বাঁধার সিদ্ধান্তে কী প্রতিক্রিয়া আরবাজের ‘খান’দানের? ‘খান’ পরিবার কি সত্যিই আরবাজের এমন সিদ্ধান্তে খুশি? সেকথাই খোলসা করেছেন ফিল্মমেকার সাজিদ খান। তিনিও হাজির ছিলেন আরবাজের এই দ্বিতীয় বিয়েতে। বিয়ের অনুষ্ঠান থেকে বের হতে দেখা যায় সাজিদ খানকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাজিদ জানান, ‘তাঁদের পরিবারে এই নতুন সদস্য আসায় ‘খান’ পরিবার ভীষণ খুশি। আমিও বন্ধু আরবাজের জন্য বেশ খুশি, আরবাজও খুশি। সুরা খুব ভালো মেয়ে। আরবাজও ভীষণ ভালো মানুষ আমি ওদের শুভেচ্ছা জানাই।’