
ঘন কুয়াশার জেরে দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা
দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা নেমে গেল শূণ্যতে। দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতে শূণ্যে নেমে যাওয়ায়, কাজ বন্ধ হল। প্রচণ্ড শীতের সঙ্গে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা শূণ্যে নেমে যায় আজ। তার জেরে বিমান পরিষেবা ব্যাহত বলে জানা যায়। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২৫ ডিসেম্বর ভোর থেকে দিল্লির দৃশ্যমানতা কমতে শুরু করে। তার জেরেই বিমান পরিষেবা ব্যাহত হয় বলে খবর। ফলে স্পাইসজেটের তরফে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে খবর প্রকাশ করা হয়। ঘন কুয়াশার জেরে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায়, যাত্রীরা যাতে ওয়েবসাইটের দিকে নজর রাখেন, সে বিষয়ে জানায় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ।