৩০৩ ভারতীয় সমেত আটক বিমানকে উড়ানের ছাড়পত্র দিল ফ্রান্স

অবশেষে ৩ দিন পর ফ্রান্সে আটক বিমানটিকে সকল যাত্রী সমেত উড়ানের ছাড়পত্র দেওয়া হল। মানব পাচার হচ্ছে এই সন্দেহে নিকারাগুয়াগামী বিমানটিকে আটক করে ফ্রান্স। তাতে ৩০৩ ভারতীয় সওয়ার ছিলেন। তবে ফ্রান্সের আদালত বিষয়টির তদন্তে বেনিয়ম দেখে সেটিকে ফের রওনা দেওয়ার ছাড়পত্র দিয়েছে। আজই সকল যাত্রী সমেত সেটি রওনা দেবে। যদিও বিমানটি পূর্ব নির্ধারিত গন্তব্য অনুযায়ী নিকারাগুয়া যাবে, নাকি ভারতে ফিরবে তা বলা যাচ্ছে না। অবশ্য, শুরুতেই দুবাই থেকে রওনা দেওয়া বিমানটি সেখানেও ফিরতে পারে বলে খবর ।

error: Content is protected !!