বড়দিনে নিরাপত্তা খতিয়ে দেখতে রাস্তায় কলকাতা পুলিশ কমিশনার

আজ বড়দিনে। তাই রাত যত বাড়বে, পার্কস্ট্রিটে ভিড়ও বাড়বে ততই। তাই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সঙ্গে অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা, জয়েন্ট সিপি নীরজ খালিদ ও রূপেশ কুমার সহ লালবাজারের পদস্থ আধিকারিকরা। ক্রিসমাসে ফেস্টিভ মুডে কলকাতা। আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট। প্রতিবছর যেমন হয়, এবছর উপচে পড়েছে ভিড়। স্রেফ কলকাতা বা জেলা নয়, বড়দিনে ভিনরাজ্যে থেকে অনেকে চলে আসেন পার্কস্ট্রিট। সতর্ক কলকাতা পুলিশ। আজ, সোমবার সন্ধ্যা থেকে পার্কস্ট্রিটে বন্ধ যান চলাচল। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকায়। ওয়াচ টাওয়া যেমন রয়েছে, তেমনি রাস্তায় রাস্তায় মোড়ে বসানো হয়েছে সিসিটিভি। ড্রোনের মাধ্যমেও চলছে নজরজারি। মোতায়েন প্রচুর পুলিশ।

error: Content is protected !!