কলকাতায় নামল পারদ, নতুন বছরের শুরুতেই দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা, দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

বুধ ও বৃহস্পতিবার হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। সিকিমেও বৃষ্টি ও তুষারপাত। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার ফলেই আবহাওয়ার পরিবর্তন। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে। জানুয়ারির শুরুতেই কিছুটা নামল পারদ কলকাতা সহ জেলাগুলিতে। নামল ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ আরও একটু বাড়ল। দিনের বেলায় শীতের আমেজ কমবে। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতি থেকে শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট পশ্চিমের জেলা সহ বেশ কয়েকটি জেলায়। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী দু-তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে।