প্রকাশ্যে এলো দেবের ‘খাদান’-এর ফার্স্ট লুক!
বর্ষশেষের প্রাক্কালে সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল দেব ও সৌমিতৃষা কুণ্ডু অভিনীত ছবি প্রধান। মুক্তির পরই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এই ছবি। দেব-সৌমিতৃষার এই ডেবিউ জুটির অন স্ক্রিন কেমেস্ট্রি প্রতিটি দর্শকের মন ছুঁয়েছে। প্রধানের সাফল্যের রেশ এখনও কাটেনি। এর মাঝেই বাংলা ছবির দর্শক বিশেষ করে ভক্তদের দুর্দান্ত খবর শোনালেন সুপারস্টার। অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রির কানাঘুষো, ধর্মপুর থানার পুলিশ অফিসার দীপক প্রধানের পর এবার সোজা কয়লা মাফিয়ার চরিত্রে দেখা যাবে দেবকে। ১ জানুয়ারিই ঘটল সব জল্পনার অবসান। সামনে এল কয়লা মাফিয়া দেবের ফার্স্ট লুক পোস্টার। মোশন পোস্টারেই তো মাত দিলেন বাংলার এই সুপারস্টার। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেব লেখেন, ‘আজকের দিনে এই ধরনের ছবি তৈরি করা একটা চ্যালেঞ্জ আর এক্সপিরিমেন্টও বটে। দেখা যায় কী হয়। ২০২৪- এ আমার নতুন ছবি খাদান। হ্যাপি নিউ ইয়ার।’ সুরিন্দর ফিল্মস আর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় মুক্তি পাবে খাদান। দেবের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা পাল। বাংলাদেশের নায়ক শাকিবের বিপরীতে প্রিয়তমায় ছিলেন ইধিকা। বাংলা ধারাবাহিকেরও অত্যন্ত পরিচিত মুখ তিনি। রিমলি সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও পিলু ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ইধিকা। বড় পর্দায় দেবের বিপরীতে টেলি কন্যাকে দেখতে উৎসাহী বাংলা ছবির দর্শক। প্রিয়তমা-তেও দর্শক ও ফিল্ম সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন। বিশেষ করে বাংলাদেশের দর্শক তো তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। ২০২৩, পুরো বছরজুড়ে বাংলা ছবির দর্শককে ভিন্ন স্বাদের ছবি উপহার দিয়েছেন দেব। কখনও ব্যোমকেশ তো কখনও আবার বাঘাযতীন হয়ে বারবার ছকভাঙা চরিত্রে অভিনয় করে সফল হয়েছেন দেব। পরবর্তী ছবি খাদানেও নিজেকে আরও একবার ভেঙেচুরে দর্শকের সামনে নিজেকে মেলে ধরবেন তা পোস্টারেই স্পষ্ট।