অসমে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১৩, আহত ৩০
সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ বুধবার অসমের গোলাঘাট জেলার দেরগাঁও এলাকার কাছে পথ দুর্ঘটনাটি ঘটে ৷ জানা যায়, একটি ট্রাকের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তাতেই মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ১২ জনের ৷ পাশাপাশি ওই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন ৷ বুধবার বালিজান এলাকায় ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিং সংবাদসংস্থা পিটিআইকে জানান, অসমের গোলাঘাট জেলায় বুধবার একটি কয়লা বোঝাই ট্রাক এবং একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জনের মৃ্ত্যু হয়েছে ৷ দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন ৷ আজ সকালে দেরগাঁওয়ের কাছে বালিজানে দুর্ঘটনাটি ঘটে ৷ বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। তার সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয় ৷ জোড়হাট মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের একজন প্রবীণ চিকিৎসক সাংবাদিকদের জানিয়েছেন, ৩০ জন আহত ব্যক্তি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, গোলাঘাটের কামারগাঁও থেকে পিকনিকের জন্য তিনসুকিয়া জেলার তিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল বাসটি ৷ চার লেনের মহাসড়কের একটি অংশ নষ্ট হয়ে যাওয়ায় ট্রাকটি জোড়হাটের দিক থেকে ভুল দিক থেকে আসছিল। বাসটি অবশ্য সঠিক পথেই ছিল। ঘন কুয়াশার পাশাপাশি দুটো যানবাহনই বেশি গতি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷