শ্রী শ্রী সারদা মায়ের ১৭১তম জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠ- কামারপুকুর সহ বাগবাজারে

সারদাদেবীর (Sarada Devi) ১৭১-তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠ সহ রাজ্যজুড়ে। কলকাতার বাগবাজারের মায়ের বাড়ি, কামারপুকুর সহ রাজ্যের সর্বত্র ভক্তিশ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান। সকাল থেকে হাজার হাজার ভক্তের ভিড় বেলুড় মঠের মায়ের মন্দিরে। সকাল সাতটা থেকে বিশেষ পুজোর আয়োজন করেছে বেলুড় মঠ। উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে জয়রামবাটিতে। জয়রামবাটি মাতৃমন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হয়েছে দিনটির সূচনা। প্রভাতফেরিতে অংশ নেন অগণিত ভক্ত। দিনভর বিশেষ পূজাপাঠের পাশাপাশি নানান অনুষ্ঠান চলছে জয়রামবাটি মাতৃমন্দিরে।