কামারহাটিতে শুটআউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি

দিনেদুপুরে প্রকাশ্যে শুটআউট। কামারহাটিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী ঘটনাস্থলে গিয়ে কাল্লু নামে এক তৃণমূল কর্মীর উপর গুলি চালায়। তার পর সেখান থেকে চম্পট দেয়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কাল্লুর হাতে ও পায়ে গুলি লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় ১৩ রাউন্ড গুলি চলেছে। স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ কাল্লু ওরফে আসিফ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। কী কারণে তাঁর উপর এই হামলা, তা এখনও কিছু বোঝা যায়নি। তবে রাজনীতির যোগ আছে বলেই দাবি এলাকার তৃণমূল কর্মীদের।  দিনেদুুপুরে এই ঘটনার পর ষষ্ঠীতলা এলাকা আতঙ্কে থমথমে। মোতায়েন পুলিশ বাহিনী। 

error: Content is protected !!