
আজ বাম যুব সংগঠনের ব্রিগেড সমাবেশ, ময়দান ভরানো চ্যালেঞ্জ মীনাক্ষীদের কাছে
২০০৮ সালের পর ২০২৪। ১৬ বছর পর ফের ডিওয়াইএফআইয়ের ডাকে সমাবেশ ব্রিগেডে। যে ব্রিগেডে মূল মুখ বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ইতিমধ্যেই তাঁকে ‘ক্যাপ্টেন’ তকমা দিয়ে দিয়েছেন৷ মীনাক্ষীর ছবি, ব্যানার, কাটআউটে ভরে গিয়েছে জেলা থেকে শহর৷ গত ৫০ দিনের ইনসাফ যাত্রা, ইনসাফ সভার অন্যতম হোতা ছিলেন এই মীনাক্ষীই৷ বহু মানুষ আজকের সমাবেশে আসতে পারেন বলে মনে করা হচ্ছে। ৫০ দিনের ইনসাফ যাত্রার পর এবার ব্রিগেডে শক্তি প্রদর্শন করবে সিপিএমের যুব সংগঠন। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে ৭টি মিছিল। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা,পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন,সুবোধ মল্লিক স্কোয়ার থেকে হবে মিছিল। ইতিমধ্য়েই জেলাগুলি থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। শিয়ালদা, হাওড়া স্টেশনে নেমে জড়ো হচ্ছেন তাঁরা। এখান থেকে মিছিল করে যাবেন ব্রিগেডে। দূরের জেলাগুলির কর্মী সমর্থকরা আগেই কলকাতায় চলে এসেছেন। ওয়াই চ্যানেলে তাঁরা রাত্রিবাস করেছেন। এবার তাঁরাও ধীরে ধীরে ময়দানের দিকে পা বাড়িয়েছেন। তবে ব্রিগেড ভরানো চ্যালেঞ্জ মীনাক্ষীদের কাছে। চাপানউতরও চলেছে রাজ্য-রাজনীতির আঙিনায়। কিন্তু, এবার কী লোকসভা নির্বাচনের আগে নীতি-আদর্শের পাঠ খানিক সরিয়ে রেখে জাতীয়বাদী রাজনীতির হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছে? ব্রিগেডমুখী ‘ইনসাফ যাত্রার’ ছবিটা দেখে এমনটাই মত ওয়াকিবহাল মহলে একটা বড় অংশের।