‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০২৪ সালে তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে’, ডায়মন্ডহারবার থেকে বার্তা অভিষেকের

আজ ডায়মন্ডহারবারের সভা থেকে লোকসভা ভোটের আগে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় নবীন প্রবীণ দ্বন্দ্ব কাটিয়ে বুঝিয়ে দিলেন, তিনি দলের মধ্যে কোনও সমস্যা নিয়ে চিন্তিত নন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াই করবে তৃণমূল কংগ্রেস৷ এদিন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূলে কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। আমাকে দল যা দায়িত্ব দিয়েছে আমি তা করেছি। ২০২১ সালে নেতৃত্ব দিতে বলেছিল, দিয়েছি। ২০২৪ সালে আমাকে দায়িত্ব দিলে আমি অক্ষরে অক্ষরে পালন করব। মমতা বন্দ্যোপাধ্যায় সুসংহত ভাবে দল চালাচ্ছেন। আমি তাঁর পাশে সব শক্তি দিয়ে দাঁড়াব। আমি বলেছি বয়স হলে কর্ম ক্ষমতা কমে। আমি ৩৬ বছর বয়স বলেই আড়াই মাস নবজোয়ারে রাস্তায় ছিলাম। আমি ৭০ বছর হলে সেটা কমবে। এটা ধ্রুব সত্য।’ তিনি এদিন বলেন, ‘বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে। এতে অসুবিধার কী আছে? একই জিনিষ আমার জন্য প্রযোজ্য। সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এই কথায় এত বাজার গরমের কী আছে? তৃণমূল কংগ্রেস এক সঙ্গে লড়বে। আমার প্রায়োরিটি হয়ত ডায়মন্ড হারবার থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আর জোড়া ফুলের ঝান্ডা নিয়ে যেখানে দল আমাকে যেতে বলবে, যে বুথে ঢুকতে বলবে, আমি চলে যাব। হ্যাঁ আমার ২০২৪ সালে বাড়তি দায়িত্ব আছে। যদি দল আমাকে প্রার্থী করে৷’ এদিন তিনি আরও বলেন, ‘আমি দলের অনুগত সৈনিক হিসেবে প্রাণ থাকা পর্যন্ত দলের কাজ করব। এতে গৃহদাহ, দ্বন্দ্বের বিষয়টা কোথা থেকে আসছে। যে পঞ্চায়েতের নেতা তাকে তো পঞ্চায়েত দেখতে হবে। আমাকে তো ডায়মন্ডহারবারও দেখতে হবে। সেটা আমার লোকসভা কেন্দ্র। আমি এখানে প্রার্থী হলে তো দেখতেই হবে। এতে বাজার গরম করার কী আছে। ২০২৪ সালে তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে। দল যা দায়িত্ব দেবে আমি পালন করব। অনেকে বলছে তৃণমূলে নতুন-পুরনো দ্বন্দ্ব। তৃণমূল মমতার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। কোনও দ্বন্দ্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে। দল আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে আমি পালন করেছি। ২০২১ সালে দল সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, দিদির সুরক্ষ কবজ করেছি, ২০২৩ সালে নবজোয়ার করতে বলেছিল। আমি সব করেছি। ২০২৪ সালেও দল যদি কোনও দায়িত্ব দেয় সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব।’

error: Content is protected !!