বাংলাদেশে নির্বাচনে জয়ী হলেন শেখ হাসিনা!

বাংলাদেশে নির্বাচনে জয়ী হলেন শেখ হাসিনা। তিনি গোপালগঞ্জ-৩ কেন্দ্র থেকে নৌকা প্রতীকে ভোটে লড়েছিলেন। জানা গিয়েছে, তিনি প্রায় আড়াই লাখ ভোট পেয়েছেন। এখনও বাংলাদেশের নির্বাচন কমিশনের তরফে তাঁকে জয়ী ঘোষণা করা হয়নি। এই আসনের ক্ষেত্রে মোট ভোটকেন্দ্র ছিল ১০৮টি। সমস্ত কেন্দ্রের ফলাফল ঘোষণার পর জানা যাচ্ছে শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম আম চিহ্নে ভোটে লড়েন এবং তিনি ভোট পেয়েছেন ৪৬০টি। অপর প্রার্থী মাহাবুর মোল্যা যিনি গোলাপ ফুল চিহ্নে ভোটে লড়েছিলেন তিনি পেয়েছেন ৪২৫ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রবিবার এই তথ্যের কথা জানিয়েছেন। এখনও পর্যন্ত এই প্রসঙ্গে বাংলাদেশের নির্বাচন কমিশনের তরফে কোনও ঘোষণা করা হয়নি। তবে উচ্ছ্বাস আওয়ামী লীগে। অন্যদিকে, জয়ী হয়েছেন বাংলাদেশের ক্রিকেট টিমের অলরাউন্ডার সাকিব আল হাসানও। বাংলাদেশ নির্বাচনে মাগুরা ১ কেন্দ্র থেকে ভোটে লড়েছেন সাকিব আল হাসান। তিনি পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজি রেজাউল হোসেন পেয়েছেন ৪৫ হাজার ৯৯৩ ভোট।

error: Content is protected !!