ফের জাপানে ভূমিকম্প, রিখটার স্কেলে ৬
জাপানে ফের ৬.০ মাত্রার ভূমিকম্পের ফলে আলোড়ন সৃষ্টি হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা এই বিষয়ে জানিয়েছে যে ভূমিকম্পটি জাপানের সাগরের উপকূলে আঘাত হেনেছে। ১লা জানুয়ারি, মধ্য জাপানের কিছু অংশকে শক্তিশালী ভূমিকম্প ধ্বংস করে দিয়েছিল। এর আফটারশকগুলির ফলে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে ১০০ জনের এখনও হিসাব নেই। নববর্ষে ৭.৫মাত্রার ভূমিকম্প নোটো উপদ্বীপের অবস্থা শোচনীয় করে তুলেছে।