রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন ইডি প্রধান রাহুল নবীন

সন্দেশখালির কাণ্ডের পর দিল্লি থেকে উড়ে এসে কলকাতায় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের  দেখা করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টর-এর অধিকর্তা রাহুল নবীন । রাজভবনে দু জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় বলে খবর। প্রসঙ্গত, সোমবার গভীর রাতে দিল্লি থেকে কলকাতায় আসেন ইডি ইডি ডিরেক্টর রাহুল নবীন। আজ,মঙ্গলবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে আধিকারিকদের সঙ্গে কথা বলে বেশ কিছু বিষয় জানেন ইডি ডিরেক্টর। আধিকারীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি বেশ জিনিস খোঁজ নেন তিনি।