সাতসকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিলাসবহুল গাড়ির তাণ্ডব, জখম ভ্যানচালক

ফের শহরে বেপরোয়া বিলাসবহুল গাড়ি। ট্যাক্সি এবং ভ্যানচালককে ধাক্কা অডি গাড়ির। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে। অডি গাড়ির চালককে আটক করেছে জোড়াসাঁকো থানার পুলিস। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জোড়াসাঁকো থানার পুলিস। আটক গাড়িচালক পার্ক স্ট্রিটের বাসিন্দা বলে পুলিস সূত্রে খবর। এলাকাবাসীর দাবি, চালক মদ্যপ অবস্থাতেই ছিলেন। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে, ধাক্কার অভিঘাতে গাড়ির সামনের টায়ার ফেটে গিয়েছে। ফেটে গিয়েছে সামনের হেডলাইট ও বাম্পারের কিছু অংশও। গাড়িতে মদের বোতলও পাওয়া গিয়েছে বলে খবর। মহম্মদ আলি পার্ক পেরিয়ে মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে প্রথমে একটি হলুদ ট্যাক্সিকে ধাক্কা মারে অডি গাড়ির চালক। তারপরই মহম্মদ আলি পার্ক ও কলকাতা মেডিক্যাল কলেজের সংযোগস্থলে ধাক্কা মারেন এক ভ্যানচালককে। ধাক্কায় ভ্যানচালক ছিটকে রাস্তায় পড়ে যান। ধাক্কা মারার পর গাড়ির মাথায় চড়ে বসেন চালক!